পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “গাছ লাগান, পরিবেশ বাঁচান”-এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে গলাচিপা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ৫০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
শনিবার (১০ জুন) বিকাল ৪ টায় গলাচিপা শিল্পকলা একাডেমি ও উপজেলা কমপ্লেক্স সংলগ্ন দীঘির পুকুর পাড়ে গাছের চাড়া রোপন এবং গরিব পরিবারদের মাঝে নানা প্রজাতীর গাছের চাড়া বিতরণ করেন।
পরিবেশের এই বিরূপ প্রভাব ও বাংলাদেশ কে রক্ষায় গলাচিপা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বনবিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, আজিজুর রহমান বাবুল ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ নেতা দিলীপ বণিক, পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের ফরেস্টার আবু বকর সিদ্দিক, ফরেস্টার মো. আলি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২৬ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫০ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৬১ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে