‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন। তিনি, ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম গণমাধ্যম কর্মীদের সম্মুখে তুলে ধরেন।
তিনি বলেন, উপকূলের এই দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলে সাগর ও নদীতে মাছ ধরে এবং বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করে সাবলম্বী হচ্ছেন। মাছ আমাদের জাতীয় সম্পদ। প্রতি বছর সরকার মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তাই এই মৎস্য সম্পদকে আমাদের আরও সমৃদ্ধি করতে হবে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মু. আকরামুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এম. আসাদুজ্জামান আরিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৩৩ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৬৬ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে