পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে গৃহপালিত পাখি হাঁস-মুরগি-কবুতর নিধনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায়। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর দিনের বেলায় মারা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো. হানিফ হাওলাদার। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যার মামলা নং- ১০, তারিখ ১৮/০৮/২০২৩ খ্রি.। হানিফ হাওলাদার হচ্ছেন রতনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামের মো. রজ্জব আলী হাওলাদারের ছেলে। আসামীরা হচ্ছেন মৃত. কাশেম সরদারের ছেলে মো. জসিম সরদার (৫০) ও জসিম সরদারের ছেলে মো. নাইম সরদার (২৫)। মামলাসূত্রে ও মামলার বাদী মো. হানিফ হাওলাদার জানান, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকার ১ নম্বর সাক্ষী মো. রেজাউল হাওলাদারের বাড়িতে গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ টায় জমিজমা নিয়ে আসামীদের সাথে দ্বন্দ্ব হয়। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর প্রকাশ্যে দিনের বেলায় একই এলাকার মো. জসিম সরদার ও তার ছেলে মো. নাইম সরদার সহ আরো কয়েকজন মিলে হাঁসগুলোকে মেরে ফেলে এবং বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলাদের উপর ক্ষিপ্ত হয় এবং খারাপ ভাষায় গালাগালি করেন। এ ঘটনায় হানিফ হাওলাদার বড়শিবা পুলিশ ফাঁড়িতে জানালে ততক্ষনাত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাঁস-মুরগি-কবুতর মারা হয়েছে এর আলামত পাওয়া যায়। এ বিষয়ে হানিফ হাওলাদার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, মামলা হয়েছে। আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।
৩৩ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৫৭ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৩ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৭৫ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে