মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় মান্তা জেলেদের জাতীয় পরিচয় পত্র বিষয়ে সিডফ কর্তৃক গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।
সোমবার (২৮ আগষ্ট) ২০২৩ সকাল ১০ টায় গলাচিপা মৎস্য ভবনের সভাকক্ষে সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহোযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিডফের প্রকল্প ম্যানেজার মো: কবিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইয়ুম,পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহিন মিয়া, সিপিপি এর উপজেলা ইউনিট প্রধান আবু হেনা শোয়েব,রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ,সিডফ কর্মীরা, মান্তা সম্প্রদায়ের মধ্যে গঠিত দলের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিডফ ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপকুলীয় পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে চর এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে তাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মর্যাদাসম্পন্ন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলছে।
৩৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে