পটুয়াখালীর গলাচিপায় বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে নিরাপদ যাত্রী যোগাযোগের লক্ষ্যে গলাচিপা থেকে দাড়ভাংগা অভিমুখে বিভিন্ন লঞ্চ চলাচল চালু করছে কতৃপক্ষ সহজ হচ্ছে যাতায়াত সুবিধা।
রোজ রবিবার পহেলা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় মেসার্স গলাচিপা নেভিগেশন কোং পরিচালিত এম এল রিয়ামনি প্লাস এর নতুন যাতায়াতের শুভ উদ্বোধনের লক্ষ্যে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রতিদিন সকাল ছ'টায় চর মোন্তাজ ইউনিয়নের কাশেম মোল্লার সুলিজ থেকে গলাচিপার উদ্দেশ্য ছেড়ে আসবে এম এল রিয়ামনি প্লাস। এবং প্রতিদিন গলাচিপার লঞ্চ ঘাট থেকে দুপুর দেড়টার সময় দারভাঙ্গা ঘাট অভিমুখে ছেড়ে যাবে।
যে সমস্ত জায়গায় লঞ্চ ঘাট দেয়া হবে(নম্বর সুইচগেট) কাশেম মোল্লার ঘাট,চর মাইনকার ঘাট থেকে ছাড়ার সময় সকাল ৬:৫০,নলুয়ার সুলিজ ৭ঃ১০,চর বাংলা ৭ঃ৩০,খলিফার চর ৮ঃ২০,চর মন্ডল ৯,ঘাসির চর ৯ঃ৪৫,গোইনখালী ১০ঃ১০,পানপট্টি লঞ্চঘাট১১ঃ২০,বোয়ালিয়া,পক্ষিয়া,অক্কারামের সুলিজ,গলাচিপা লঞ্চঘাট।
এম এল রিয়ামনি প্লাস লঞ্চের নতুন রুটে শুভ উদ্বোধনের দোয়া মিলাদে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন, ভোরের ডাক পত্রিকার রিপোটার ও হিন্দুস্থান সমাচার এর প্রতিনিধি কিশোর কুমার সরকার,ছাত্রলীগ,যুবলীগ, শুশিল সমাজ,গণমাধ্যম কর্মী সহ সর্বসাধারণ।
৩৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
৬৬ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৮ দিন ৫৭ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৭৪ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে