পটুয়াখালীর গলাচিপায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মালেক সিকদার (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গলাচিপা উপজেলার আমখলা বাজারে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, গলাচিপা হরিদেপপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আমখলা বাজারে আসার পথে দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশা বাজারে উত্তর পাশের সড়কের ওপর থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৭ জনই আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি শোণিত কুমার গাইন বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩৩ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৬৬ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে