“নারী পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনেসাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা সহ সামাজিক সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করে বিভিন্ন রাস্তা ঘাট ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মূ. খালিদ হোসেন মিল্টন।
এছাড়াও সভা সার্বিক ভাবে সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী। এসময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্য বলেন আগামী বাংলাদেশ বিনির্মাণে ও স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নিরক্ষর মানুষের সাক্ষরতা অর্জনে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এই নিরক্ষর মানুষের কাছে গিয়ে শিখিয়ে পরিয়ে সচেতন নাগরিক গরে তোলার আহ্বান জানান। এসময় আলোচনা সভায় আরো উপস্থিত থাকেন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
৩৩ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে