উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা- ভাঙচুর, আহত ৫,

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) খেলা শেষে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৫ জন। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, মোঃ জাবেদ হোসাইন (২৫), মোঃ আতিকুর মীর(১৭), মোসাঃ ফাতেমা বেগম(২৩),  মোসাঃ শিমলা বেগম(১৮)। তাদের সকলের বাড়ি উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের

০২ নং ওয়ার্ড, সুতাবাড়ীয়া গ্রামে। 


এই ঘটনায় আহত জাবেদ হোসাইন (২৫) বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত মোঃ মোকছেদুল খা (১৯) কে এক নম্বর আসামি ও মোঃ বাইজিদ খাঁ(২০) কে দুই নম্বর আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় এজাহার দাখিল করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টেে  আতিকুরের দলের সাথে মোকছেদুলের দলের খেলা চলাকালীন হ্যান্টবলে পেনাল্টি শর্ট নিয়ে বিরোধ হয়। এসময় খেলা কমিটির মাধ্যমে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় মোকছেদুল খাঁ দেশীয় অস্ত্রসস্ত্র ও দলবল নিয়ে বাদীর ঘর বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।


এ বিষয়ে বাদী মোঃ জাবেদ হোসাইন বলেন, সন্ধ্যায় বাজার থেকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মোকছেদুল খাঁ ১০/১২ জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র। আমাদের দেখেই তারা হামলা চালায়, মারধর শুরু করে। পরে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির মৃধা বলেন, ঘটনার সময় তিনি এলকায় ছিলেন না। তবে মোকছেদুল খাঁ ও তার সঙ্গীদের উশৃংখল উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়িতে হামলা করে মারধর করেছে তারা।


অভিযোগের বিষয় জানতে, মোকছেদুলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে এজাহার দাখিল হয়েছে। ঘটনা তদন্ত করে আসামি গ্রেফতার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর



পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত লাশ উদ্ধার

৬৬ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে