পৌরসভার বিভিন্ন এলাকার সঙ্ঘবদ্ধ গ্রুপের সাথে পুরানো শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় আহত তিন। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের পানির ট্যাংকি রোডে। এই হামলায় আহতরা হলেন মোঃ মেহেদী হাসান (২২) পিতা-মোঃ মন্নান প্যাদা,মোঃ শাওন প্যাদা(২১) পিতা-মোঃ কুদ্দুস প্যাদা ও মাহাবী হাসান সিমন (১৮) পিতা আঃ ছালাম মিয়া।
হামলার ঘটনায় আহত মেহেদী হাসান এর পিতা মোঃ মন্নান প্যাদা বাদী হয়ে ৬ জনকে বিবাদী সহ ৪ জনকে অজ্ঞত করে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত মাহাবি হাসান সিমন এর মা মোসাঃ মাহফুজা বেগম (৩৭) বলেন,আমার ছেলে সহ আরো দুইজনকে আতর্কিত হামলা চালায় এতে ওদের তিনজনের মাথায় মারাত্মক জখম হয়। বর্তমানে আহতরা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।আমরা প্রশাসনের কাছে এই হামলার দৃষ্টান্ত মুলক বিচারের জোর দাবী জানাই।
এই বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৩ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৬৬ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৭২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে