পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় শুক্রবার সকাল সকাল ১০ ঘটিকায় পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠন পৌরসভার কলেজ পাড়া হয়ে সংগঠনটি পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের কাজে অংশ নিয়েছেন। পটুয়াখালী জেলার সহকরী সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারীর কাছে জানতে চাইলে তিনি সকালের সময় কে বলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরপর ছাত্রদের সাথে সমন্বয় করে ছাত্রদের কার্যক্রম গুলোর সাথে একমত হয়ে এই ভালো কাজের উদ্যোগগুলো আমরাও গ্রহণ করেছি যাতে করে সমাজ রাষ্ট্র তথা বাংলাদেশ সব সময় আমাদের এই ভালো কাজগুলোর মাধ্যমে যেন সুফল বয়ে আনে, এই প্রত্যয় ব্যক্ত করেই আমাদের এই প্রচেষ্টা। ফ্যাসিবাদী ও স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটাতে ছাত্র আন্দোলনে আমাদের পটুয়াখালী জেলাতে যতগুলো ছাত্র-ছাত্রী ও পথচারী, শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর এবং নিহত পরিবারের খরচ সহ সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আমাদের নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন। গলাচিপা উপজেলা আমির ডক্টর মাওলানা মোঃ জাকির হোসেন বলেন আমরা দল মত নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে চাই। বৈষম্য হিংসা ক্ষোভ মারামারি দাঙ্গা হাঙ্গামা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকলকে নিয়ে ঐক্যমত হয়ে আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলবো এটাই আমাদের প্রত্যয়। এ সময় সাবেক উপজেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ ইয়াহিয়া খানসহ শতাধিক জামাত ইসলামী কর্মী উপস্থিত ছিলেন।
২৬ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৫০ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬১ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে