আগ্রহ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের বাড়ীতে দশ বছর ধরে মূর্তি তৈরি করে আসছেন ঈশ্বরগঞ্জের অনামিকা সরকার পিংকী(৩০)। উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি গ্রামের সুভাষ সরকারের (সাবেক ইউপি সদস্য) মেয়ে পিংকী এক মেয়ে সন্তানের জননী। এবছর তিনি বড়হিত ইউনিয়নের জুগিয়াখালী মনির উদ্দিন সপ্রাবিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন। শিক্ষকতা পেশায় যোগাদান করলেও এ সুন্দর কাজটি থেকে সরে আসেননি। শিক্ষকতা এবং সংসারের কাজ করেও শখের কাজটি বাদ দেননি পিংকী। পিংকীর সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহের প্রতিমা শিল্পী জয়ন্ত ঘোষের নিকট থেকে মূর্তি বানানোর কলাকৌশল রপ্ত করেন। ছোট বেলা থেকে চারুকলার দিকে নজর না থাকলেও বিভিন্ন কারনে তা আর হয়নি। ইংরেজি সাহিত্যে লেখাপড়া করার পর শখের কাজটির উপর থেকে নজর সরে যায়নি। নিজ বাড়ীর এ মন্দিরে একজন নারী মূর্তি তৈরি করায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে মূর্তি তৈরির কাজ দেখার জন্য লোক জড়ো হচ্ছেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পিংকীর এ সাহসী কার্যক্রমকে প্রশংসাও করছেন।
অনামিকা সরকার পিংকী জানান, নিজের আগ্রহ ও পরিবারের উৎসাহে আমি মূর্তি তৈরির কাজ শিখেছি। দূর্গা মূর্তি ছাড়াও অন্য সময় পারিবারিকভাবে বিভিন্ন পূজার মূর্তি তৈরি করে থাকি। আমার স্বামী চারুকলা বিভাগের শিক্ষক হওয়ায় তার সমর্থন আমাকে আরো উৎসাহিত করছে।
১ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে