ঈশ্বরগঞ্জে তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শ্যামলেন্দু কুমার চক্রবর্তী শ্যামল সংবাদ সম্মেলন করে প্রর্থীতা ঘোষণা করেন। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে ঢাবি জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী শ্যামল চক্রবর্তী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে এমপি পদে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে শ্যামল চক্রবর্তী বলেন বঙ্গবন্ধুর হত্যার পর কোন প্রতিবাদ না হওয়ায় নিজের ভেতর লজ্জাবোধ কাজ করে। পরবর্তী সময়ে সহপাঠী কয়েকজন কে নিয়ে প্রতিবাদ শুরু করি। প্রতিবাদ শুরু হলে মিছিলে অনেকে যোগদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্বদ্যিালয়সহ ঢাকা শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। আমিসহ পাঁচ ছাত্রনেতা অঙ্গীকার করি যে ঢাকা বিশ্বদ্যিালয়ে বঙ্গবন্ধু আসতে পারেননি সেখানে খুনি জিয়াকে আসতে দেওয়া যাবে না। এরপর সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হই। দেশ ছেড়ে জার্মানী থেকে আমেরিকা গিয়ে আওয়ামীলীগের কমিউনিটির সাথে জড়িয়ে কাজ করি। বর্তমান সময়ে পিছিয়ে পড়া ঈশ্বরগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য আগামী জাতীয় সংসদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুখলেছুর রহমান মানিক প্রমুখ।
১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে