ঈশ্বরগঞ্জে যুগ-পুরুষোত্তম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্ম মহা-মহোৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার শ্রীশ্রী করুণাময়ী কালিবাড়ি প্রাঙ্গনে সৎসঙ্গ বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
মহা-মহোৎসব উপলক্ষে ঊষাকীর্ত্তণ, প্রার্থনা, আনন্দ শোভাযাত্রা, মাতৃসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভার আয়োজন করা হয়। সৎসঙ্গ বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ধীরাজ মোহন শীল শর্মার সভাপতিত্বে ধর্মমভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশের সহ-প্রতিঋত্বিক রামকৃষ্ণ ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন মাওলা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার পীযুস কান্তি দাশ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সহ-প্রতিঋত্বিক অমলেন্দু দেব রায়, গোপীকা রঞ্জন তালুকদার, সৎসঙ্গ বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজিত সরকার নয়ন প্রমুখ।
১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে