ঈশ্বরগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণের উদ্যোগে অনুষ্ঠিত ট্যালেন্ট হান্ট ওপেন বুক এক্সজাম এর পুরষ্কার বিতরণী ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান শনিবার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সদস্য মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিয়াউল হক।
প্রভাষক রাইসুল ইসলাম রাসেল ও সোহানা আফরোজ বৃষ্টির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক ড. দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক খোরশিদ আলম, মেডিকেল অফিসার ডা. এন এস শুভ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার,উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আল ফয়সাল, সদস্য আবু নাঈম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ৩ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
২০ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে