ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে মাত্র ৮শ মিটার রাস্তা পাঁকা না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের মানুষ। এ রাস্তা দিয়ে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গা, ভোলারআলগী, ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা, গোপালপুর, বেগুনবাড়ি, নগরযাত্রাপুর, তাহেরপুর ও উচাখিলা ইউনিয়নের হাসেরআলগী, আলাদিয়ারআলগী ও মরিচারচরের মানুষ চলাফেরা করে থাকে। বিশেষ করে বর্যাকালে অবস্থা এমন দাঁড়ায় যে এ রাস্তার কারনে মানুষ বিশেষ প্রয়োজনেও যানবাহন দিয়ে আসার কথা চিন্তা করতে পারে না। এলাকাবাসীর অভিযোগ তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা এলাকার বাবুল মিয়ার বাড়ির কাছ থেকে আমলীতলা পর্যন্ত মাত্র ৮শ মিটার রাস্তাটি গৌরিপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নজর নেই কোন এলাকার জনপ্রতিনিধিদের। আমলীতলার পর থেকে উচাখিলা ও ভাংনামারী ইউনিয়নের বাকি রাস্তাগুলো পাঁকা থাকায় বিরক্তির কারন হয়েছে কেবল ৮শ মিটার এ কাঁচা রাস্তাটুকু।
এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ছোট যানবাহন যা দিয়ে চলাচল করছে এসব গ্রামের মানুষ যার বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী। রাস্তাটুকুতে খানাখন্দের কারনে প্রতিনিয়তই যানবাহন উল্টে গিয়ে আঘাত পাচ্ছেন যাত্রীরা। এছাড়াও এ রাস্তাটি চরাঞ্চলে হওয়ায় এখান দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে উৎপাদিত শাকসবজি বাজারজাতকরণ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে কৃষকদের।
গোপলপুর গ্রামের আটো রিক্সা চালক হাফিজুল ইসলাম (৩৫) বলেন, বড় বড় গর্তের কারনে রিক্সা চালাতে গিয়ে প্রায় সময়ই রিক্সা গর্তে পড়ে গিয়ে ক্ষতি হচ্ছে। প্রতিদিন রাস্তায় চলাচলকারী অধ্যাপক আতিকুর রহমান জানান, রাস্তাটি পাঁকা না হওয়ায় প্রতিনিয়ত আমাদের কষ্ট করে কর্মস্থলে যেতে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে ভোগান্তির শেষ থাকে না।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, রাস্তাটির প্রাক্কলন পাঠানো হয়েছে। আশা করি চলতি অর্থ বছরে এ রাস্তাটুকু পাঁকা করা সম্ভব হবে।
৭ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
২২ দিন ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে