ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ও জাতীয় বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ও ১৫-১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সম্পর্কে সাংবাদিকদের মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মাহবুবুর রহমান ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জে আয়োজিত এ মেলায় সংবাদকর্মীদের সহযোগিতা কামনায় আজকের এ প্রেসব্রিফিংএর আয়োজন করা হয়েছে।
৭ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে