ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ স্মরণে আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে হুমায়ূন মেলা। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বিকেলে বিতর্ক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ, হুমায়ূন -সাহিত্য চরিত্রের মিলনমেলা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে কবি সাহিত্যিক ,সাহিত্যপ্রেমিক ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ বিরাজ করছে।
মেলা আয়োজন উপলক্ষে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের মূখ্য সমন্বয়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরাম প্রতিবছর কিছু ব্যতিক্রমি আয়োজনের মাধ্যমে বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা সাহিত্যিককে শ্রদ্ধা জানিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও কিছু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় সাহিত্যিকের জন্মবার্ষিকী বর্ণিল করে তুলতে চাই। মূলত এই তরুণ প্রজন্মকে বইমুখী, পাঠ মুখী করে তুলতে যে মানুষটি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হুমায়ূন আহমেদ। তার লেখা, তার সৃষ্টি দীর্ঘ বছর ধরে বাংলা ভাষাভাষী পাঠক সমাজকে মোহাচ্ছন্ন করে রেখেছে । বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে, তার প্রথা বিরোধী জনপ্রিয় লেখনীর মাধ্যমে। তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধারতি জানাতেই আমাদের এ আয়োজন। আলোচ্য হুমায়ূন মেলার সার্বিক বিষয়ের ব্যবস্থাপনা, সহযোগিতা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের মননশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে।
৭ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে