ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ সোমবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ স্লোগানে সকালে র্যালী অনুষ্ঠিত হয়। সারাদিন মেলা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু হানিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর প্রমুখ। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
৭ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
২২ দিন ২১ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে