ঈশ্বরগঞ্জে প্রতারণার দায়ে কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবিরভুলসোমা গ্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া (৪৫) ওরফে ল্যাংড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাদীকে ১ কোটি ২০ লক্ষ টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। এব্যাপারে বাদী ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামের শওকত আলী ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করলে থানা পুলিশ বুধবার রাতে প্রতারককে বাড়ি থেকে গ্রেফতার করে। থানা পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক তার প্রতারণার কথা স্বীকার করেছে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই সাদী মোহাম্মদ জানান, বৃহস্পতিবার এঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
৭ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
২২ দিন ২১ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে