ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক ইউপি মহিলা সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা ও আরেক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে চেয়ারম্যানের বিচার চেয়ে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য ও এলাকাবাসী।
রোববার দুপুুরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মুখে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়ক অরোধ করে রাখে মানববন্ধনকারীরা। পরে ওসি পিএসএস মোস্তাছিনুর রহমানের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। গত ২ ফেব্রুয়ারি এক নারী ইউপি সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা ও ৮ ফেব্রুয়ারি আরেক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে চেয়ারম্যানের বিরুদ্ধে এবং দুটি ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এনিয়ে উচাখিলা ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের মানববন্ধনে শেষে চেয়ারম্যানের বিচার চেয়ে বক্তব্য রাখেন সরিষা ইউপি সদস্য আবু সাঈদ ফরিদ, ঈশ্বরগঞ্জ ইউপি সদস্য মাসুদ তালুকদার, মগটুলা ইউপি সদস্য কলিম উদ্দিন ভূইয়া, তোফাজ্জল হোসেন, বড়হিত ইউপির সংরক্ষিত সদস্য ববিতা বেগম, উচাখিলা ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়।
১ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে