সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ এবং বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত জগন্নাথপুর পশ্চিম বাজারস্থ তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।
মঙ্গলবার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে বিকেল থেকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তার প্রতি সম্মান প্রদর্শন করেন।
বিকেল ৫ টার দিকে মিন্টু রঞ্জন ধরের মরদেহ জগন্নাথপুরে পৌঁছে। সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি জগন্নাথপুর মধ্যবাজারে নেওয়া হলে সেখানে লোকে লোকারণ্য হয়ে ওঠে। শেষবারের মতো একনজর দেখতে বাজারের ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন ও সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ৮ টার দিকে মরদেহ বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্টু রঞ্জন ধরের ব্যবসায়িক দিক, সামাজিক কর্মকান্ডে অবদান ও স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর (৫০) গত রবিবার সকাল ৭ টা ৫৩ মিনিটে ভারতের দিল্লির বিএলকে- ম্যাক্স হসপিটালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবাওর লিভারে জটিলতা দেখা দেয়। অবশেষে তাকে দিল্লীরে বিএলকে- ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস নেন। মিন্টু ধরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জগন্নাথপুরে।
৫১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৫৮ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৩ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১০৩ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
১১৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১১৫ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে