সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ সভায় আইনশৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- জগন্নাথপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সুয়েব আহমেদ। উপস্থিত ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম রেজা।
সোমবার (০৭ অক্টোবর) দুপুর ১২ টায় জগন্নাথপুর পৌরভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ক্যাপ্টেন সুয়েব আহমেদ বলেন, দেশে যেকোনো জনদুর্ভোগে সেনাবাহিনী সোচ্চার। তাই জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনী জনস্বার্থে কাজ করে যাচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আসন্ন দূর্গা পুজা উপলক্ষে জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে সেনাবাহিনীর টহল জোরদার থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও যেকোনে ধরনের গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। সেনাবাহিনীর সহযোগিতায় জবরদখল হওয়া মানুষের জমিজমা উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার কাজ ও অবকাঠামোগত বিষয়ের সমাধানের গুরুত্ব আরোপ করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ আব্দুল হাই। উপস্থিত ছিলেন- সাংবাদিক জহিরুল ইসলাম লাল,আলী আহমেদ, মাসুম আহমেদ, জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দেব, হুমায়ুন কবির, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার,রিয়াজ রহমান, বিপ্লব দেবনাথ, আমিনুর রহমান জিলু, জুয়েল আহমেদ, রেজুওয়ান কোরেশী, ইকবাল হোসেন, সুমিত রায়,আল আমিন প্রমুখ।
৫১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৫৮ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৩ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১০৩ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
১১৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১১৫ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে