জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার ও গ্রেফতারের দাবিতে এবং গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন ইমন, বোরহান উদ্দিনসহ আরও অনেকেই।
এসময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
৩ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে