মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারদেশের ট্রেন যোগাযোগ সচল হয়েছে।
শনিবার (২০ মে) সন্ধ্যা রাত ৭টা ৪০ মিনিটের পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। তদন্তদল দুপুরে উদ্ধারকাজ পরিদর্শন করে ও সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। আজ বেলা ১২টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপর দিকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাবেন বলে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ জানিয়েছেন।
শমসেরনগর ও কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ বলেন, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন দুটি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে দুইবার করে মোট চারবারের যাত্রা বাতিল হলো। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসাইন।
১৩ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮২ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮৩ দিন ১০ মিনিট আগে
১০৪ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৫ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
১১৭ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪৫ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে