মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আগামীকাল রবিবার (১২ জানুয়ারি) বেলা ২টায় চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী।
সভায় চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবনমানের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
চা শ্রমিক নেতারা বলেন, রবিবার চা বাগান বন্ধ থাকায় সমাবেশটি ওই দিন হবে। তাই এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আসবেন। চা শ্রমিকদের নানা সমস্যার কথাগুলো ও সমাবেশে শ্রমিকরা তুলে ধরবেন।
সমাবেশ আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
১১ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮১ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৩ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১১৫ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪৩ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে