মসজিদের ভেতরেই মারা গেলেন পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ী জামে মসজিদের ভেতরেই মৃতদেহ মিললো মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ (৩৮) এর।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ থেকে আসরের আজান শোনা যাচ্ছে না। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লীদের। পরে তারা মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের নিথর দেহ পড়ে আছে মসজিদের ভেতরেই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন। জোহরের নামাজের পর মসজিদের আঙিনা পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া-দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।
বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ খান। তিনি বলেন, ‘শুনেছি দীর্ঘদিন ধরে ইমাম সাহেব হৃদরোগে ভুগছিলেন। আজ বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হয়তো হিট স্ট্রোকে মারা গেছেন। নিহত ইমামের বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে।
১৩ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮২ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮৩ দিন ১০ মিনিট আগে
১০৪ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৫ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
১১৭ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪৫ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে