মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদ বড়গাছ-নছরতপুর কমলগঞ্জের উদ্যোগে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৩ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দিন। আলোচনায় অংশগ্রহণ সিলেটের সুলতানপুর মাদরাসারশিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, কমলগঞ্জের মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী (রহ.) এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামি শিল্পী আহমদ আবদুল্লাহ কলরব-ঢাকা, জনপ্রিয় উর্দু নাশিদশিল্পী শেখ এনাম, ইনভাইট নাশিদ ব্যান্ড-সিলেট, খাইরুল হাসান শিপন ভারত, সৈয়দ তৌফিক এলাহী-আসহাব শিল্পীগোষ্ঠী, আহমদ উসমান-যমযম, সিলেট, মুশাহিদ আল বাহার-সিলেট, আলী মর্তুজা বিন আমিন-যমযম, সিলেট, জুনেদ আহমদ জলপ্রপাত-শিল্পীগোষ্ঠী, ফাহিমুল ইসলাম;হকবিডি, ফুজায়েল আহমদ-সুনামগঞ্জ, বদরুল আমীন -হকবিডি শেখ এমাদ ইনভাইট নাশিদ ব্যান্ড এএবং লোকমান হাকীম-সুলতানী কাফেলা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন লাবীব হুমায়দী, ফারহানুল হক চৌধুরী এবং একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদ।
অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের।
শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হয়েছেন।
প্রসঙ্গত,২০২১ সালে ৯ আগস্ট একতা সংগঠনটি যাত্রা শুরু করে।
১৩ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮২ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১০৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০৫ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
১১৭ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৫ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে