যশোরের কেশবপুরে প্রতি পক্ষের হামলায় ২ সহদর ভাই গুরুতর জখম হয়ে কেশবপুর হাসপাতালে ভতি হয়েছেন। অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়ছে।
এব্যাপারে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৫ জনকে আসামী করে কেশবপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়ছে।
থানায় এজাহার সূত্র জানা যায়, জমি সংক্রান্ত বিরাধের জের ধরে কেশবপুর উপজলার বুড়ুলি গ্রামর মৃত হাজের আলী মোল্যার ছেলে মোজহাজার আলি মোল্যা ও এজহার আলী মোল্যাার সাথে একই গ্রামের আমিন মোল্যার ছেলে আব্দুর রহিম (৪২), মহাতাব মোল্যার ছেলে হাবিবুর রহমান (২০), বক্স মোল্যার ছেলে মহাতাব মোল্যা (৫৪), আমিন অলি (৬০) ও জাফর মোল্যার ছেলে মাসুদ মোল্যার (২৯) সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আব্দুর রহিমের নেতত্বে একদল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হাফিজুর রহমান মোল্যা ও তার ভাই সিরাজুল মোল্যার ওপর হামলা করে। এসময় তাদের হাতে থাকা দা ও লোহার রর্ড দিয়ে তাদের মাথায় ও শরীরের বিভিন স্থানে কোপ দেয়। এতে তারা গুরুতর আহত হয়। এসময় হামলাকারীদের ধারালো দা দিয়ে হাফিজুরের মাথায় দুটি কোপ দেয় এবং সিরাজুলকে কপালে ও কানের নিচে কোপ দেয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথম কেশবপুর উপজেলা স্বাস্থ্যকেদ্রে ভর্তি করে। এখান তাদের অবস্থার অবনতি দেখা দিলে ওই দুপুরে দুই ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ইতমধ্য ওই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে ইউপি চয়াম্যানের মাধ্যমে দু‘পক্ষের মধ্যে একটি আপোশ মিমাংশা হলও আব্দুর রহিমগংরা তা অমান্য করে মোজাহার আলি মাল্যাদের ওপর হামলা চালিয়েছে। উল্লেখ্যঃ সিরাজুল ইসলাম ৯নং গৌরীঘোনা ইউনিয়নে ১নং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মাঃ মফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়ছি। তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে।
৬৭০ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৯০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৬৯০ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭২৫ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭২৭ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৭২৯ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৭২৯ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
৭৩১ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে