তিনি চেয়ারম্যান আজিজার মিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সহ-সভাপতি বঙ্গ বন্ধু
পরিষদ, উপদেষ্টা কিশোরগঞ্জ প্রেসক্লাব,অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো'র প্রধান উপদেষ্টা, স্বার্থ বিহীন সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা, সিংহ পুরুষ খ্যাত
এবং কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পরিচিত মুখ। তিনি বহুদিন থেকে প্রায় ১৪ বছর ধরে সমাজের মানুষের জীবন মান উন্নয়নে এবং ঘুনে ধরা সমাজটাকে আলোর পথে আনার জন্য সর্বদা কাজ করে চলেছেন। যে কোন অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জুলুম, ভূমিদস্যু, লুটেরা, সুদ-ঘুসের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠে
সর্বদা নিয়োজিত রয়েছেন। তিনি গত ০৮.০২.২০২৩ ইং তারিখে এ বি মালেক গু”ছ গ্রাম বাহাগিলি ইউনিয়ন থেকে এতিমখানা মাদ্রাসা মসজিদের একটি আযান দেওয়ার মাইকের জন্য ফেসবুকে আবেদন জানিয়ে
ছিলেন, সেই মোতাবেক জনাব এম, এ এইচ জাকারিয়া সাহেবের নজরে এলে তিনি ঢাকা থেকে প্রতিনিধির মাধ্যমে ০৭.০৩.২০২৩ ইং তারিখে উক্ত গুচ্ছ গ্রাম এতিমখানা মসজিদে একটি মাইক সেট প্রদান করেন।
তারপর ০৪.০৫.২০২৩ ইং তারিখে শাহজাহান ইসলাম লেলিন ফেসবুক থেকে একজন অসহায় মহিলার স্বামী
মারা গিয়েছেন এবং কিশোরগঞ্জ হাসপাতালে মেঝেতে শুয়ে আছেন। তার পরিবারের এমন কেই নাই সাহায্য
করার মতো। এই খবর জনাব এম এ এইচ জাকারিয়া সাহেবের নজরে আসলে তিনি ঢাকা থেকে প্রতিনিধির
মাধ্যমে উক্ত লাশটি পরিবহণের জন্য এ্যাম্বুলেন্স ভাড়া প্রদান করেন। তারপর ০৬.০৫.২০২৩ ইং তারিখে
বাংলাদেশ বুলেটিন পত্রিকা এবং ০৭.০৫.২০২৩ ইং তারিখে প্রথম খবর পত্রিকায় তিন জন মহিলার অনাহারে
থাকার আহাজারি জানতে পারলে, উনি ঢাকা থেকে প্রতিনিধির মাধ্যমে উক্ত মহিলাদের খাবার সমগ্রী বিতরণ
করেন যেনারা মাগুরা ইউনিয়ন এবং কিশোরগঞ্জ ইউনিয়নের এর বাসিন্দা)। তার প্রত্যেকটি কাজ এক একটি
উদাহরণ সৃষ্টি করেছে কিশোরগঞ্জর মায়াময় মাটির বুকে - তিনি আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন যে,
কিশোরগঞ্জ উপজেলায় এরকম যে কোন আহাজারিতে সাধ্যমত তিনি সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত
করেছেন এবং যাদের পরিবারে কেউ নাই সাহায্য করার মতো এই সমস্ত পরিবারের যদি কেউ মৃত্যু বরণ
করেন তাদের দাফন-কাফন এর ব্যব¯’া করার ও প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে,
জিলহজ্ব মাস শুরু হয়ে গেছে এই মাসের প্রতম ১০ দিন অতিরিক্ত সওয়াব হাসিলের সুযোগ রয়েছে। আল্লাহ
তা’য়ালা যেন আমাদেরকে সেই সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করেন এবং সমাজের বিত্তবান মানুষেরা
যেন গরিব মানুষের পাশে থাকেন সেই আহŸান ও জানিয়েছেন, পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলাবাসী সহ
দেশবাসী সবাইকে পবিত্র ঈদ-উল-আযাহার অগ্রীম শুভে”ছা জানিয়েছেন।
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে