নীলফামারীর কিশোরগঞ্জে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ।
এ ঘটনায় সেই কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ও স্থানীয়রা।
আজ বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাংবাদিক সংগঠনের সদস্য ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এ সময়ে বক্তব্যে বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ কতৃক সাংবাদিকের উপর নিন্দনীয় এ ঘটনার প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ প্রাণ নাশের হুমকি আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানায়। দ্রুত এই কর্মকর্তার শাস্তিসহ অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুুশিয়ারি দেন।
এতে দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ও রিপোর্টাস ইউনিটির ক্লাবের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে নিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, বায়ান্নর আলো পত্রিকার প্রতিনিধি শাকিল ইসলাম, প্রতিদিনের সংবাদের আনোয়ার হোসেন, এশিয়ান টিভির রাজু,যায়যায় দিনের চন্দনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ,এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শিক্ষা কর্মকর্তার এমন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে এতে দেখা যায়
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি নিয়ে ওই শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলতে যান। এসময় ওই কর্মকর্তা সাংবাদিকের বাড়ি কোথায় ও শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে চেয়ার থেকে উঠে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেয়।
আরও দেখা যায়, শিক্ষা কর্মকর্তা সাংবাদিকের বাড়ি, শিক্ষাগত যোগ্যতার বিভ্রান্ত প্রশ্ন তোলে। এক পর্যায়ে তার গায়ে হাত তোলে এবং তিন তলা থেকে ফেলে দেওয়াসহ প্রাণ নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৩৯ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে