কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শনিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখা উপজেলার পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করে সন্মানিত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক ও রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার।
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে