কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন ও সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উল্লেখিত দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২৭ দিন ২৫ মিনিট আগে