বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’ অষ্টমবারের মতো কমলো স্বর্ণের দাম হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার বদিউজ্জামান ফকিরের উপরে হামলা চালিয়ে থানায় ঢুকে উত্তাপ ছড়ালো ইঞ্জিনিয়ার আমিনুলের সমর্থকরা চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার। সাভারের আশুলিয়ায় স্ত্রী কে হত্যার দায়ে স্বামী গ্রেফতার চৌদ্দগ্রামে ৪র্থ শ্রেনীর কর্মচারী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুবিতে 'বি 'ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল তৃতীয় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মনোনীত হলেন আমানত উল্লাহ সাতক্ষীরার কালিগঞ্জে দুইমাস ব্যাপী কম্পিউটার বেসিক এণ্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন তীব্র তাপদাহে অতিষ্ঠ গোদাগাড়ীতে পথচারীদের মাঝে বিএনপি’র পানি ও স্যালাইন বিতরণ নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি কিনিকের স্বীকৃতি পেল দেবীপুর কমিউনিটি কিনিক লাখাইয়ে পিপাসার্থদের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। অভয়নগরের তা'লীমুল কুরআন মাদ্রাসায় আল্লাহর রহমত কামনা করে দোয়া অনুষ্ঠিত ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা উখিয়ার সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব, ছবি - দেশচিত্র।

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ষ্টেশন হতে মোঃ রবিন (১৯) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিন (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কামুড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে। 

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২ এপ্রিল) মঙ্গলবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের  অধিনায়ক এর নির্দেশক্রমে, র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে মোঃ রবিন (১৯) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর দখল হতে ২২ টি অগ্রিম রেলযাত্রার টিকিট, কালো বাজারী করে টিকিট বিক্রয়ের নগদ ৫ শত টাকা এবং টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  

আসামীকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টিকিট কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ ভৈরব রেলওয়ে ষ্টেশনে অবৈধ ভাবে রেলের টিকিট কালো বাজারী করে আসছে মর্মে স্বীকার করে।

র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল জানান, এ সকল কালোবাজারীদের আইনের আওতায় এনে টিকিট কালোবাজরীমুক্ত দেশ গড়তে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও খবর