কিশোরগঞ্জের কুলিয়ারচরে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ঢাকা ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদুর সাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বী, অত্র কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি ও গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিমউল্লাহ্।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক একা রানী শীল, খাদিজা খানম সূচা ও রাইসা আলী।
সার্বিক তত্বাবধানে ছিলেন, অত্র কিন্ডারগার্টেনের প্রধান সহকারী শিক্ষক সৈয়দ সাইফুর রহমান কালন।
অনুষ্ঠানে গত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ ২৬ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ম্যাডেল, সনদপত্র, ডিকশনারি ও নগদ অর্থ তুলে দিয়ে সম্মানীত করা হয়।
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৩ দিন ৪ মিনিট আগে