কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র্যালি বের হয়, যা উপজেলা ও পৌর প্রশাসক, সাবিহা ফাতেমাতুজ জোহরা’র নেতৃত্বে আয়োজিত হয়। পরবর্তীতে হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার, মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সাবিহা ফাতেমাতুজ-জোহরা। সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. সোলায়মান স্বাগত ভাষণ দেন।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়, যা রোগ প্রতিরোধে সহায়ক।
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ দিন ২ মিনিট আগে