কুড়িগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত উদ্বোধন যোগ্য ঘর নিয়ে জেলা প্রশাসক সাইদুল আরীফ সংবাদ সম্মেলন করেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এতে উপস্থিত ছিলেন দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের কুড়িগ্রামের ৯টি উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৬৫৫টি। এর মধ্যে আগামী ৯আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০৫টি ঘরের উদ্বোধন করবেন। প্রতিটি ঘরের জন্য দু’লাখ ৮৪হাজার ৫০০টাকা ব্যয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের ডিজাইন নামক ঘরের জন্য দু’লাখ ১৭হাজার ৫০০টাকা ব্যয়ে ৫৫টি ঘর নিমার্ণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা ৪ হাজার ৭০২টি। এর মধ্যে প্রথম পর্যায় সুবিধাভোগীর নিকট ঘর হস্তান্তর হয়েছে ১ হাজার ৫৬৯টি, দ্বিতীয় পর্যায়- ১ হাজার ৭০টি, তৃতীয় পর্যায়- ১ হাজার ২৫৯টি পরিবারের মধ্যে দেয়া হয়।
১২৯ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩২ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৩ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩৬ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৭ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৩ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে