কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক পালন করা হয়েছে।
সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও শোক র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু প্রমূখ।
আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, জেলা আওয়ামীলীগ মিলাদ মাহফিল ও দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে।
১২৯ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩২ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৩৩ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১৩৬ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩৭ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৪৩ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে