তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে টেকসই পরিবেশবান্ধব উপায়ে ভাঙ্গন রোধের দাবিতে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার উলিপুর উপজেলার বজরা দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপল এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম সোসাইটি ঢাকার সভাপতি মো: ফজলুল হকসহ অন্যান্যরা। জনসভায় তিস্তা পাড়ের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বলেন, তিস্তা নদীকে বাঁচাতে না পারলে উর্বর ভূমি, সবুজ প্রকৃতি কোনটাকেই বাঁচানো যাবে না। প্রতি বছর তিস্তায় হাজার হাজার মানুষ ঘর-বাড়ি হারিয়ে দারিদ্র হয়ে পড়ছে। এজন্য তিস্তায় দ্রুত মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। যেভাবে ভাঙ্গন রোধ করলে পরিবেশ বান্ধব হবে, টেকসই হবে সেভাবে ভাঙ্গন রোধের দাবি জানান বক্তারা।
১২৮ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩১ দিন ৫৮ মিনিট আগে
১৩২ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৩৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৩৬ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩৭ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪১ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে