কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামাগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোষাক।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারীদাতা ও উন্নয়নসংস্থা মুসলম এইড ও ইএসডিও।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম এইড-ই উকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মোঃ শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৬০জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন।
সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশ’র কান্ট্রি অফিসকে অনুরোধ জানান।
এই পরিপ্রেক্ষিতে মুসলিম এইড- ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর জেনির খায়ের ও হেড অবস্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোঃ আব্দুর রহিম ঢাকার ব্রুনাই দারুস সালামের হাই কমিশন অফিসে যান এবং সহযোগীতার আশ্বাস দেন। এ সময় তারা ১৬০ জোড়া জুতা ও পোশাক গ্রহণ করেন। উক্ত জুতা ও পোশাক ঢাকা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।
১২৮ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩১ দিন ৫৪ মিনিট আগে
১৩২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩৫ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১৩৬ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩৭ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪১ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে