আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস’২০২৪। এবছর দিবসটির প্রতিপাদ্য “ ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন “ অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে।
রোববার দিবসটি উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বিকেল ৩ টায় একটি পেশেন্ট ফোরামের আয়োজন করে এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষ।
হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কতৃপক্ষ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, মেডিসিন, ডায়াবেটিস ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাঃ অজয় কুমার রায়।
এ-সময় পেশেন্ট ফোরামে উপস্থিত রোগী ও স্বজনদের উদ্দেশ্যে তিনি
বলেন, কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। সেগুলির মধ্যে ওজন নিয়ন্ত্রণ করা, প্রতিদিন ব্যায়াম করা বা হাঁটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধুমপান ত্যাগ করা, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা, সবুজ ফলমূল ও শাক-সবজি বেশি বেশি গ্রহণ করা, মানষিক চাপ নিয়ন্ত্রণ করা, মানসম্পন্ন ঘুম নিশ্চিত করা ।
অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে
বেক্সিমকো ফার্মা’র সহযোগিতার জন্যে কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।
১৫৩ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৫৫ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫৭ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬০ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১৬৬ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬৬ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে