কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে করিমদাদ ও শামশুল আলম নামের দুই মাছ ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী করিমদাদ ও শামশুল আলম জানান, তারা দু’জনে পুকুর লিজ নিয়ে মাছ চাষের পাশাপাশি পাঙ্গাশ মাছ বিক্রি করে আসছে।
কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেড়িবাঁধের বাহিরে ২৫ হাজার টাকা দিয়ে পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছেন তারা। পুকুরে রুই, মৃগেল,পাঙ্গাশ, বাটাসহ মিশ্রজাতের মাছের পোনা ছেড়েছিলেন।
শনিবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরের পানিতে মৃত মাছ ভেসে ওঠে। এতে তাদের সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তারা আইনের আশ্রয় নেবেন বলে জানান।
স্থানীয় আবু তাহের জানান, করিমদাদ ও শামশুল আলম দু’জনে প্রান্তিক মৎস্য চাষী, রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে, তিনি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে