সংবাদ বিজ্ঞপ্তি: কুতুবদিয়া উপজেলার দক্ষিণধুরুং ইউনিয়নের জুলেখাঁ বিবির পাড়ার মরহুম মাষ্টার সুলতান আহমদের পুত্র ও দৈনিক প্রতিদিনের কাগজ এবং দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মো. আজিজুলহক আজিজের দাদা প্রবীণ মুরব্বি হাজি সিরাজুলহক (৮৪) সোমবার(১৬ডিসেম্বর ২০২৪)সন্ধ্যা ৬টায় শাহারুম সিকদার পাড়া নিজ বাসভবণে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার সকাল ১১টায় পেঁচারপাড়া ইফাতকিল্লা মাঠে তাঁর নামাজে জানাযা শেষে জুলেখাঁ বিবির পাড়া নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ধুরুং আইডিয়্যাল দাখিল মাদরাসার শিক্ষক মৌলানা ছলিম উল্লাহ।মরহুম সিরাজুলহকের জীবনী স্মৃতিচারণ করে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মৌলানা গিয়াস উদ্দীন, সাংবাদকর্মী মো.আজিজুলহক আজিজসহ প্রমুখ।
তিনি কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি এক স্ত্রী, তিন পুত্র ও নাতি নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
হাজী সিরাজুল হক জীবনের অধিকাংশ সময় ইসলামী দাওয়াতি কাজ তাবলীগে ব্যায় করেছেন।তারঁ মৃত্যুতে সাংবাদিক মহল,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।
১ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে