কক্সবাজারের কুতুবদিয়ায় ফের ইউনিয়ন ভিত্তিক রবিবার থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস। গত মাসে প্রায় মাসব্যাপি স্মার্টকার্ড বিতরণের পর অবশিষ্ট কার্ড বিতরণ হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম জানান, অবশিষ্ট স্মার্টকার্ড উপজেলা অফিস থেকে বিতরণ করা হচ্ছে। তবে ভোটারদের ভিড় পরিলক্ষিত হওয়ায় স্থানীয়ভাবে প্রতিটা ইউনিয়নে সপ্তাহে একদিন করে বিতণের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা।
প্রতি সপ্তাহের রবিবার উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদে, সোমবার লেমশীখালী ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ এবং বুধবারে বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ চলবে।
নির্বাচন অফিসার আরো বলেন, প্রথম ধাপে উপজেলায় ৬৫ হাজার স্মার্টকার্ড বিতরণ হয়েছে। গত রবিবার থেকে বিতরণ শুরু হয়েছে এবং প্রায় ৬ হাজার কার্ড অবশিষ্ট রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নে নির্দিষ্ট বারে গিয়ে ভোটারদের স্মার্টকার্ড সংগ্রহের পরামর্শ দেন।
১ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে