বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

জলবায়ু ন্যায্যতা সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত।

জলবায়ু ন্যায্যতা সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২ দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সমাবেশ শুরু হয়েছে। ওয়াটার কিপার বাংলাদেশ,ইউথ নেট,লিডার্স,ইউএনডিপি,এশিয়ান এনার্জি নেটওয়ার্কসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার আয়োজনে (১৭-১৮ নভেম্বর) দুদিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সমাবেশ এসেম্বলি কনভেনিং কমিটির কনভেনার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল এঁর সভাপতিত্বে ও সমাবেশের কনভেনিং কমিটির সদস্য সচিব শরিফ জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হওয়া প্রথম দিনের ১ ম পর্বের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এম,পি।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান পিপলস মোমেন্ট অন ডেপ্ট এন্ড ডেভেলপমেন্ট ও এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এর কনভেনর Lidy Nacpil. । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যমফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ,এনজিও সংস্থা ব্রতির সিইও শারমিন মুর্শিদ। সলিডারিটি বক্তব্য রাখেন টারা ক্লাইমেট ফাউন্ডেশন এর ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডাইরেক্টর Cynan Houghton.। প্রয়াত প্রফসর সালিমূল হক এর সন্তান। সাকিব হক। পরিবেশ এর ক্ষতিকর প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রতিনিধি হিসাবে আলোচনায় অংশ নেন তালতলীর জেলে শাহজাহান শেখ, মংলার চাষী পাপিয়া মিস্ত্রি, কলাপাড়ার কৃষক ফরিদ উদ্দিন, লবন চাষী সেলিম মাহমুদ, মংলার জেলে আব্দুর রশীদ। সমাবেশের দ্বিতীয় পর্বে জীবন জীবিকা, খাদ্য ও স্বাস্থ্য ক্ষেত্রে কি কি ক্ষতিকর প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনায় অংশ নেন ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর শাহানুর রহমান,সিপিআরডি এরশামছুদ্দোহা,,আইপিডিএস এর সনজিব দ্রং। তৃতীয় পর্বে Access to clear and affordable energy, water and employment Impacts of the expansion of fossil fuelprojects. বিষয়ে আলোচনায় অংশ নেন ভুক্তভোগী মহেশখালীর মোহাম্মদ মহসিন, কলাপাড়ার মেজবাহ মান্নু,শ্রীমঙ্গলের দীপা রানী মন্ডল। এ বিষয়ে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন কাউছার রহমান, শফিকুল আলম,মেকিকো এরিমা,চৌধুরী মোহাম্মদ শফিকুল আলম। এ সমাবেশে হবিগঞ্জ জেলা থেকে অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা). হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,নির্বাহী সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন, আব্দুল কাইয়ুম,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, বাহার মিয়া,শামীম আহমেদ।


জলবায়ু ন্যায্যতা সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর)  রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২ দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সমাবেশ শুরু হয়েছে। 

ওয়াটার কিপার বাংলাদেশ,ইউথ নেট,লিডার্স,ইউএনডিপি,এশিয়ান এনার্জি নেটওয়ার্কসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার আয়োজনে (১৭-১৮ নভেম্বর)  দুদিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সমাবেশ এসেম্বলি কনভেনিং কমিটির কনভেনার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল এঁর সভাপতিত্বে ও সমাবেশের কনভেনিং কমিটির সদস্য সচিব শরিফ জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

সকাল ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হওয়া প্রথম দিনের ১ ম পর্বের  আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এম,পি।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান পিপলস মোমেন্ট অন ডেপ্ট এন্ড ডেভেলপমেন্ট ও এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এর কনভেনর  Lidy Nacpil. । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যমফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ,এনজিও সংস্থা ব্রতির 

সিইও শারমিন মুর্শিদ।

সলিডারিটি বক্তব্য রাখেন টারা ক্লাইমেট ফাউন্ডেশন এর ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডাইরেক্টর Cynan Houghton.। 

প্রয়াত প্রফসর সালিমূল হক এর সন্তান। সাকিব হক।

পরিবেশ এর ক্ষতিকর প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রতিনিধি হিসাবে আলোচনায় অংশ নেন তালতলীর জেলে শাহজাহান শেখ, মংলার চাষী পাপিয়া মিস্ত্রি, কলাপাড়ার কৃষক ফরিদ উদ্দিন, লবন চাষী সেলিম মাহমুদ, মংলার জেলে আব্দুর রশীদ।

সমাবেশের দ্বিতীয় পর্বে জীবন জীবিকা, খাদ্য ও স্বাস্থ্য ক্ষেত্রে কি কি ক্ষতিকর প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনায় অংশ নেন ইউথ নেট ফর  ক্লাইমেট জাস্টিস এর শাহানুর রহমান,সিপিআরডি এরশামছুদ্দোহা,,আইপিডিএস এর সনজিব দ্রং।

তৃতীয় পর্বে Access to clear and affordable energy, water and employment Impacts of the expansion of fossil fuelprojects. বিষয়ে আলোচনায় অংশ নেন ভুক্তভোগী মহেশখালীর মোহাম্মদ মহসিন, কলাপাড়ার মেজবাহ মান্নু,শ্রীমঙ্গলের দীপা রানী মন্ডল।

এ বিষয়ে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন  কাউছার রহমান, শফিকুল আলম,মেকিকো এরিমা,চৌধুরী মোহাম্মদ শফিকুল আলম।

এ সমাবেশে হবিগঞ্জ জেলা থেকে অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা). হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,নির্বাহী সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন, আব্দুল কাইয়ুম,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন,  বাহার মিয়া,শামীম আহমেদ।

Tag
আরও খবর