শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি ফুলবাড়ীতে সাবেক পুলিশ সদস্যের বাড়ির দরজা-জানালা ভাঙচুর, থানায় অভিযোগ কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে ভাঙ্গা গেট বাজারে বিক্ষোভ অনুষ্ঠিত

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের।

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। 

লাখাইয়ে দিন দিন পরিকল্পিত ও বানিজ্যিক চাষাবাদের দিকে আগ্রহ বাড়ছে কৃষকের।এতে অল্প সময়ের, স্বল্প খরচে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাঁরা স্বাবলম্বী হয়ে উঠছেন। 

এক সময় লাখাইয়ে যে যেভাবে পারতো ইচ্ছে মতো চাষাবাদ করতো।এতে ফসল উৎপাদন হলেও বেশীর ভাগ ক্ষেত্রে আংখিত মুনাফা পেত না।কোন কোন সময় দর পতনের কারণে ক্ষতির সম্মুখীন হতে হতো।এ অবস্থা থেকে উত্তোলনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ সভা করে ক্রপ প্যাটার্ন ও শস্য নিবিরতা নিশ্চিত করে চাষাবাদ আগ্রহী করে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখে।এরই ফলশ্রুতিতে বর্তমানে কৃষকেরা আগাম ও বাজারের চাহিদা বিবেচনা করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষে আগ্রহী হয়ে উঠে।এতে তাঁরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে, পাচ্ছে আংখিত মুনাফা। 

অনেকে আগাম লালশাক, লাউ,লতিকচু,ধনিয়াপাতা, পালংশাক, মূলা,টমেটো, ডাঁটা সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বেশ ভালো মুনাফা পাচ্ছে। এমনই একজন সফল মৌসুমী সব্জি চাষি লাখাইয়ের মোহাম্মদ শাহজাহান। 

চলতি মৌসুমে সে আগাম ধনিয়াপাতা,লতিকচু,লালশাক,ডাঁটা শাক, বেগুন আবাদ করেছেন। 

লাখাইয়ে মৌসুমি শাকসবজি চাষী শাহজাহান চলতি মৌসুমে বানিজ্যিকভাবে ধনিয়াপাতা আবাদে লাভবান হয়েছেন।

কৃষক শাহজাহান মিয়া জানান অন্যান্য ফসলের   পাশাপাশি তাঁর নিজস্ব ১৫ শতাংশ জমিতে এ মৌসুমে আগাম ধনিয়াপাতা আবাদ করেন।

এতে বীজ,সার ও চাষাবাদ এ তাঁর মোট খরচ হয়েছে ৩ হাজার টাকা। 

১ মাসের শেষে সে এ ধনিয়াপাতা বিক্রি করতে শুরু করছেন। 

প্রতিকেজি ধনিয়াপাতা পাইকারি দরে ৭০ টাকা করে বিক্রি করেছেন। বাজারে চাহিদা ও দাম  ভালো হওয়ায় সে বেশ লাভবান। 

এরই মধ্যে সে ৩ হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছেন। এভাবে বিক্রি করতে পারলে তাঁর ১৬-১৭ হাজার টাকার মতো বিক্রয় করতে পারবেন বলে আশাবাদী কৃষক শাহজাহান মিয়া।

অল্প সময়ের  ব্যবধানে তাঁর মুনাফা হবে ১৩- ১৪ হাজার টাকার মতো। এতে সে বেশ খুশীতে। 

কৃষক শাহজাহান জানান আমি ধান চাষাবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুমে শাকসবজি চাষ করে আসছি। এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে পরামর্শ ও  সার,বীজসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন কৃষকরা বাজারের চাহিদা বিবেচনা করে ফসলের আবাদ করে তবে তাঁরা যে কোন ফসল উৎপাদন করে লাভবান হওয়ার সম্ভাবণা। তবে পরিকল্পনা মাফিক না হলে বাজারে দর পতনের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার  আশংকা থাকে। তাই আমরা কৃষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্রপ প্যাটার্ন অনুসরণ পূর্বক চাষাবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরও খবর