বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ তৃতীয় বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে লালমনিরহাটের পাটগ্রামে। উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, পাটগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগসহ উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রসাশন। এরমধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, সংগীত, একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন, নৃত্য ও শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় । ক, খ ও গ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
১৬৫ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭২ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৬ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
২২৩ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২২৮ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
২৩২ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
২৩৩ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩৩ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে