লালমনিরহাটের পাটগ্রাম থানার কার্যক্রম ৭ দিন পর শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ ই আগস্ট) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে এ থানার কার্যক্রম শুরু করা হয়।
জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার কারণে সারা দেশের মতো পাটগ্রাম থানার বিভিন্ন স্তরের পুলিশ সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ৭ দিন পর থানার কার্যক্রমে যোগ দেয় পুলিশ পরিদর্শক, পুলিশ উপপরিদর্শক ও সহকারী পরিদর্শক এবং কনস্টেবলেরা। এদিন ট্রাফিক বিভাগের সদস্যরাও কার্যক্রম শুরু করে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশি কার্যক্রম শুরু করা উপলক্ষে পাটগ্রাম থানার সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি মহড়া প্রদর্শন করে। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সাঈদ চৌধুরী সাথে ছিলেন। মহড়া শেষে পাটগ্রামের বাইপাস মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কথা বলেন ইউএনও এবং ওসি।
১৬৪ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭২ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০৫ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২২২ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
২২৭ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
২৩১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৩২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
২৩২ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে