লালপুরে মেয়েকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নাটোরের লালপুরে মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্ত ভোগীর পরিবার। শনিবার দুপুরে উপজেলার মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত মেয়ের ফুফু সাবেক পৌর কাউন্সিলর শাহিদা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে ওই মেয়ে প্রাইভেট পড়তে আসে গোপালপুরে। সেখান থেকে বাড়ী যাওয়ার পথে বিষ্ণুপুর এলাকায় একই গ্রামের সেকেনের ছেলে সজল (২৩), মতির ছেলে ইয়ামিন (২২),রনজিতের ছেলে শরিফুল (৩৬) ও জহির আলীর ছেলে তারেক আলী মিলিয়া আমার ছোট ভাইয়ের মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ করার হুমকি দেয়। এর পরে ৫ সেপ্টেম্বর সোমবারে সকালে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে মধুবাড়ী মাজার এলাকায় পুনরায় তারা তাকে পথরোধ করে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে লালপুর থানায় ৫ সেপ্টেম্বর বিকেলে অভিযোগ করলে পুলিশ তা তিন দিন পরে অভিযোগটি ফিরিয়ে দেয় বলে দাবি করেন ভুক্ত ভোগী পরিবার। তিনি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,বিষয়টি রেল লাইন এলাকায়। এজন্য অভিযোগটি ঈশ্বরদী জি,আর,পি থানায় দিতে হবে।