লালপুরে ভলিবলে রানারআপ লক্ষণবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয়।।
লালপুরে ভলিবলে রানারআপ লক্ষণবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয়।।
আবু তালেব, লালপুর ( নাটোর ) প্রতিনিধি :
"এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই " প্রতিপাদ্য নিয়ে লালপুর উপজেলা প্রশাসন আয়োজনে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল খেলায় চ্যাম্পিয়ন দিয়াড়পাড়া যুব সংঘ ও রানারআপ লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ।
বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা চত্বরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে একাডেমি সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় ভলিবল খেলার পুরুস্কার বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক তোফাজ্জল হোসেন , বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম , লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কেশবপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হুমায়ুন আহম্মেদ, থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির আহম্মেদ প্রমুখ।