অভিযোগ থেকে জানা যায়, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী লালপুর ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক আমিনুল ইসলামের কাছে প্রাইভেট পড়েন। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্রীদের ছুটি দিয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) ওই ছাত্রীর সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করে,পরে ঐ ছাত্রীর ডাক চিৎকার করে শিক্ষক আমিনুল ইসলাম কে ধাক্কা দিয়ে পালিয়ে আসে। এর পরে ওই ছাত্রী বাড়িতে এসে দুই দিন প্রাইভেট পড়তে যায়নি। দুই দিন পড়তে না যাওয়ায় তার মা কেন প্রাইভেট পড়তে যাচ্ছে না একথা জিজ্ঞেস করলে একপর্যায়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মাকে বলে দেয়। পরে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার(২৬শে অক্টোবর-২২) বিকালে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রভাষক আমিনুল ইসলাম এর মুঠোফোনে বার বার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নি।
১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৫ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭২ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে